নিউজ ডেস্ক, ২২ সেপ্টেম্বর : ফের এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। মাঝ আকাশেই বিমানের ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা মাদকাসক্ত এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর), আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি ল্যান্ড করার প্রায় মিনিট দশেক আগে। হঠাৎ, বিমানটির ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা করে ওই যাত্রী। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ। বিমানে থাকা অন্যান্য যাত্রীরা তাঁকে মারধর করে। পরে, অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় ইন্ডিগো বিমান কতৃপক্ষ।
সূত্রের খবর, কলকাতা দমদম বিমানবন্দর থেকে আগরতলার ইন্ডিগো বিমানে চড়েছিলেন ওই ব্যক্তি। প্রথম থেকেই তিনি বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় বিমানের ঠিকভাবে বসে থাকতে পারছিলেন না তিনি। বিমান কর্মী এবং সহযাত্রীদের আক্রমণ করেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আগরতলায় বিমানটি ল্যান্ড করার ঠিক আগে, তিনি উঠে গিয়ে বিমনের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। এতেই গোটা বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে দিলে, বাতাসের চাপের তারতম্যের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
তাঁকে কোনও রকমে আটকান বিমানকর্মীরা। এরপর, ক্ষুব্ধ যাত্রীরা তাঁকে ধরে মারধর করেন। ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত যাত্রীর পোশাক ছিঁড়ে গিয়েছে। তবে, তারপরও তাঁর নেশার ঘোর কাটেনি।
ত্রিপুরা পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ দেবনাথ, বয়স ৪১ বছর। ইন্ডিগোর গুয়াহাটি-আগরতলা ৬ই-৪৫৭ ফ্লাইটে ছিলেন তিনি।