নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : গণতন্ত্রে নতুন অধ্যায়ের সূচনা। গণেশ চতুর্থীর পবিত্র পর্বে নতুন সংসদ ভবনের পথ চলা শুরু হয়েছে। আজ থেকে অধিবেশন শুরু নতুন সংসদ ভবনে। বেলা দেড়টা থেকে নতুন ভবনে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে প্রবেশের আগে পুরনো সংসদ ভবনের সামনে ‘ফটোসেশন’ করেন সাংসদরা। পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে সংবিধান নিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’।
নতুন সংসদ ভবনে প্রবেশের আগে এবং পুরানো ভবনে বিদায় জানানোর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে ভাষণ দেন। সংসদের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আবেগিক হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদিও। তিনি উভয় সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর থেকে অটল বিহারী বাজপেয়ি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। পার্লামেন্টের কর্মীদেরও তাঁর ভাষণে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। কিন্তু তার পরে সংসদের বাদল অধিবেশন বসেছিল পুরনো ভবনেই। বিরোধী সাংসদেরা বলছেন, এখন স্পষ্ট যে বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে সংসদ ভবন উদ্বোধন করবেন বলেই মোদী ২৮ মে-কে বেছে নেন। এ বার গণেশ চতুর্থীর দিনটি নতুন সংসদ ভবনে কাজ শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে।