নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল শিলচর NIT চত্বর। অরুণাচল প্রদেশের মেধাবী ছাত্রের আত্মহত্যাকে ঘিরে উত্তেজনা। শিলচর NIT-তে ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। ক্ষুব্ধ পড়ুয়ারা প্রথমে প্রশাসনিক ভবন এবং ডিনের বাসস্থান অবরোধ করে। রাতে অবরুদ্ধ ডিনকে উদ্ধার করতে পুলিশ এবং CRPF-এর লাঠিচার্জ করে। ঘটনায় CRPF জওয়ান সহ আহত হয়েছেন কয়েক জন প্রশাসনিক কর্মকর্তা। আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী। পরিস্থিতি আরও বেহাল হলে অনির্দিষ্ট কালের জন্য NIT বন্ধের ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় ভালো ফল করতে পারেনি ছাত্রটি। অভিযোগ, এ নিয়ে NIT-র অ্যাকাডেমিক ডিন বিনয় কৃষ্ণ রায় ছাত্রটির সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন। অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে অরুণাচল প্রদেশের পড়ুয়া। সে ইলেকট্রনিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে উত্তেজনায় ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। ঘেরাও করে এন আই টির প্রশাসনিক ভবন। ভাঙচুর চালায় অ্যাকাডেমিক ডিন-এর বাসভবনে।
খবর পেয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে বিশাল সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি আরো বেগতিক হওয়ার আগেই জেলাশাসক রোহন কুমার ঝা ছাত্র-ছাত্রীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার নির্দেশ দেন। লাঠিচার্জের নির্দেশে পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী উত্তেজিত ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ঘটনার পরেই NIT কর্তৃপক্ষ কাছারের জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় এন আই টির বর্তমান পরিস্থিতি যদি আরো খারাপ হয় তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।