বাংলার সঙ্গে জুড়ছে স্পেনের দল লালিগা

0 16

নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : বঙ্গো ফুটবলে নয়া পালক। বাংলার সঙ্গে জুড়ছে স্পেনের দল লালিগা। মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ফুটবলের দুই প্রধানের উপস্থিতিতে স্পেনের ফুটবল লিগ লা লিগার সঙ্গে সমঝোতাপত্র (মউ) সই হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বড় পদক্ষেপ নেওয়া হল। লা লিগার (La Liga) কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবেন। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাজ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্পেন সফরে বাংলার ফুটবলের উন্নতি এবং আধুনিকীকরণ অন্যতম লক্ষ্য ছিল। মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে দিদির বৈঠকের সূচি বাংলার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর আগেই ঘোষণা করেছিলেন স্পেনের ফুটবল লিগ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বৈঠক হল।

মমতা বলেন, ‘‘আমরা ফুটবল ভালবাসি। বাংলার প্রতিটি গ্রামে গেলে আর কিছু পাওয়া না-গেলেও ফুটবল ঠিক পাওয়া যাবে।’’ লা লিগার প্রেসিডেন্টের উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘বাংলায় লা লিগার অ্যাকাডেমি চালু হোক। সেখান থেকেও তৈরি হোক ভবিষ্যতের মেসিরা।’’ পরে রাতে এই নিয়ে একটি টুইটও করেন মমতা।

বৈঠকে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। ছিলেন কলকাতার দুই প্রধানের কর্তা মোহনবাগানের দেবাশিস দত্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ। ইস্টবেঙ্গেলে লগ্নিকারী সংস্থার তরফে আদিত্য আগরওয়ালও ছিলেন বৈঠকে।

Leave A Reply

Your email address will not be published.