নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : বিদেশমন্ত্রীর পর এবার প্রতিরক্ষামন্ত্রীরও কোনও খোঁজ মিলছে না। গত ২ সপ্তাহ ধরে খোঁজ মিলছে না চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুর। তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। চিনের প্রতিরক্ষামন্ত্রীর উপর তদন্ত হচ্ছে। সেই কারণে তাঁকে প্রকাশ্যে বাইরে বের করা হচ্ছে না। এমনই মনে করছে মার্কিন প্রশাসন।
ভিয়েতনাম সফরের পর থেকে চিনের বিদেশমন্ত্রী লি সাংফুর খোঁজ মিলছে না। লি সাংফুকে তাহলে গৃহবন্দি করা হয়েছে কি না বলেও প্রশ্ন তোলা হয় মার্কিন মুলুকের তরফে। যদিও প্রতিরক্ষামন্ত্রী নিখোঁজ কেন, সে বিষয়ে চিনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
সূত্রের খবর, চলতি বছরের ২৯ অগাস্ট শেষবার চিনের প্রতিরক্ষামন্ত্রীকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই দিন তৃতীয় চিন আফ্রিকা শান্তি ও সুরক্ষা ফোরামের আলোচনাচক্রে ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য রাশিয়ায় একটি নিরাপত্তা বিষয়ক বৈঠকে যোগ দেন স্যাংফু। সেখানে তাইওয়ান ইস্যুতে আমেরিকাকে তুলোধনা করেন জিনপিং মন্ত্রিসভার সদস্য।