নাগাল্যান্ডের এনডিপিপি-বিজেপি জোট সরকারের বিরোধিতা

0 7

নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ব্যাপারে কেন্দ্রের দেওয়া ইঙ্গিতের বিরুদ্ধে সরব নাগাল্যান্ডের এনডিপিপি-বিজেপি জোট সরকার। প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোডের আওতা থেকে রাজ্যকে সম্পূর্ণভাবে বাইরে রাখার আহ্বান নাগাল্যান্ড বিধানসভার।

কেন্দ্রের বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল করলেও নাগাল্যান্ডে এর তীব্র বিরোধিতা এনডিপিপি-বিজেপি জোট সরকারের। মঙ্গলবার প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোডের আওতা থেকে রাজ্যকে সম্পূর্ণভাবে বাইরে রাখার আহ্বান জানিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়।

মুখ্যমন্ত্রী নেইফিউ রিও সহ নাগাল্যান্ড বিধানসভার সমস্ত সদস্য ইউনিফর্ম সিভিল কোডের তীব্র বিরোধিতা করার পরেই এই প্রস্তাব নেওয়া হয়। মুখ্যমন্ত্রী রিও বলেন নাগাল্যান্ডে প্রচলিত আইন, সামাজিক এবং ধর্মীয় প্রথার ক্ষেত্রে হুমকিস্বরূপ এই বিধি।

রাজ্যের উপজাতি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন নাগা হোহো অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছে। ইতিমধ্যে নাগাল্যান্ড সরকার এবং উপজাতি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন নাগা হোহো-র মধ্যে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

এদিকে অসমের AIUDF-এর বিধায়ক করিম উদ্দিন বড়ভুঁইয়ার মতে ইউনিফর্ম সিভিল কোড চালু করা এক অবাস্তব পরিকল্পনা।

২০২৪-এর লোকসভা ভোটের আগে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করতে চায় নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে এই মর্মে প্রচারও শুরু করেছে বিজেপি। সরকার চায় বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নিয়ে সারা দেশে এক আইন চালু করতে। প্রশ্ন উঠছে সব সমাজ কি এতে সহমত হবে এত সহজে?

Leave A Reply

Your email address will not be published.