নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : করোনার পর এবার নিপা ভাইরাসের হানা। কেরলে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে নিপা। কেরল সরকারের তরফে জানা গিয়েছে, আক্রান্তদের প্রায় সকলেই সে রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা। সংক্রমণ রুখতে জেলার সাতটি গ্রামকে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। কড়া সতর্কতা জারি হয়েছে। বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবারই নমুনা পরীক্ষার পর জানা যায়, নিপা ভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই দুজনের। এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক কেন্দ্রের প্রতিনিধি দল পাঠাল কেরলে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, NIV Pune-র সদস্য কোজিকোড়ে হাজির হচ্ছেন। নিপা ভাইরাসের সংক্রমণ রোধ করতে মোবাইল ল্যাবরেটরি তৈরি করা হবে। চেন্নাই থেকেও একটি দল আসছে। সংক্রমণ প্রতিরোধ করতে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আর কেউ যাতে কোনওভাবে নিপা ভাইরাসে আক্রান্ত না হন, তার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত কেরলে ২ জন নিপা ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়। যা নিয়ে ইতিমধ্যেই কেরলের মাল্লাপুরম এবং কোজিকোড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
মূলত এই ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথার মতো প্রাথমিক লক্ষণ থাকে। পরে ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়।