নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : ইডির দফতরে পৌঁছলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে এদিন ইডির তলবে সাড়া দিতেই সিজিওতে পৌঁছান অভিষেক। তৃণমূলের শীর্ষ নেতার তলবকে কেন্দ্র করে গোটা সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা রয়েছে।
ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের চারদিকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে। সিজিও কমপ্লেক্সের দুটি গেট ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সিজিও কমপ্লেক্সে বিভিন্ন দফতরে যারা কর্মরত শুধুমাত্র তাঁরাই ভেতরে ঢুকতে পারবেন। তাও আবার পরিচয় পত্র দেখিয়ে। এছাড়া আর কাউকেই ভিতরে প্রবেশের অনুমতি নেই। এমনকি সংবাদ-মাধ্যমকেও ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
বুধবার সকালে কলকাতার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্কুলে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। বুধবার সকাল ১১টা ১২মিনিটে বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। ১১টা ৩৪মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। গাড়ি নিয়ে ভিতরে ঢোকার সময় জানলার কাচ না নামিয়েই হাতজোড় করলেন অভিষেক।