২০২০ সালে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা মহামারীর সন্ত্রাস। আবারও ভারতে অন্য রূপে ফিরে এল এই করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়ান্ট। দেশ-বিদেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ফের করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়ান্ট। এই নয়া ভ্যারিয়ান্টের নাম কেপি.২। মহারাষ্ট্রেও ঢুকে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়ান্টের এই সাব-ভ্যারিয়ান্টটি কেপি.২। মহারাষ্ট্রে নতুন করে ৯১ জন আক্রান্ত হয়েছে। যা পূর্বের প্রভাবশালী JN.1 ভ্যারিয়ান্টকে ছাড়িয়ে গেছে এবং বিভিন্ন দেশে এর সংক্রমণ বেড়েই যাচ্ছে। এর সবচেয়ে বেশি সংক্রমণ আমেরিকায় দেখা গিয়েছে।
পুনেতে KP.2 সাবভ্যারিয়ান্টের ৫১ টি কেস রিপোর্ট করা হয়েছে এবং থানেতে ২০ টি কেস রেকর্ড করেছে। এই নতুন ভেরিয়েন্টভ্যারিয়ান্টটি প্রথম জানুয়ারিতে বিশ্বব্যাপী চিহ্নিত করা হয়েছিল এবং বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি প্রভাবশালী হয়ে দাড়িয়েছে।
পুনে এবং থানে ছাড়াও, অমরাবতী এবং ঔরঙ্গাবাদেও ৭টি করে মামলা শনাক্ত করা হয়েছিল। সোলাপুরে ২টি কেস এবং আহমেদনগর, নাসিক, লাতুর এবং সাংলিয়ে একটি করে সংক্রমণের খবর মিলেছে। মুম্বই থেকে কোনও মামলার খবর পাওয়া যায়নি।
এই ভ্যারিয়ান্টের লক্ষণ গলায় ব্যথা, একটানা কাশি, শরীরে যন্ত্রণা, শ্বাসকষ্ট, দুর্বলতা। এছাড়াও ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা হয়। তাই চিকিৎসকরা নিয়ম অনুযায়ী, করোনার মতো সুরক্ষাবিধি মেনে চলার কথা বলেছে। করোনা বিধি মানতে না পারলেও সতর্ক থাকতে হবে। বেশি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।