ভাঙড়, ১৫ এপ্রিল: সোমবার ভাঙড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অশান্তি সৃষ্টি হয়। সেই কাণ্ডে সারারাত তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ৩ জনকে রাতে গ্রেফতার করা হয়। গভীর রাতে তল্লাশি চালিয়ে বাকি ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ সঙ্গে ISF সমর্থকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার। সোমবার কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ আইনের প্রতিবাদে ISFএর সভায় যোগদান করতে আসছিলেন ভাঙড় ও লাগোয়া এলাকার দলীয় কর্মীরা। পথে তাঁদের বাধা দেয় পুলিশ। এর পর ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাঙড়ের শোনপুর বাজারে সভা হবে বলে জানান। নওসাদের নির্দেশে শোনপুর বাজারে জমায়েত করতে থাকেন ISF সমর্থকরা। বিধায়ক সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা। পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করে তারা। পুলিশের একটি প্রিজন ভ্যান ভাঙচুর চালিয়ে উলটে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। এমনকী পুলিশকর্মীদের ওপরও বেলাগাম হামলা হয়।
গতকালের অশান্তির পর আজ মঙ্গলবার থমথমে গোটা এলাকা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান, বাইক। তা সরানোর কাজ শুরু হয়েছে। চাপা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে দাবি পুলিশের। রয়েছে পুলিশি নজরদারি।
প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতা মন্ত্রীরা বারবার শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছেন। পাশাপাশি হিংসা ছড়ানো হলে কাউকে রেয়াত করা হবে না সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
Comments are closed.