Haryana Bus accident: হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন, মৃত ৯, গুরুতর আহত ২৪

0 23

হরিয়ানায় চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৮ জনের, গুরুতর আহত আরও অন্তত ২৪। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় হঠাৎ একটি চলন্ত বাসে আগুন লেগে যায়। সূত্রের খবর বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। যাঁদের মধ্যে অধিকাংশই ছিল তীর্থ যাত্রী।

বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বলে খবর। যাত্রীদের মধ্যে বেশিরভাগ মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের বাসিন্দা। নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রাতে হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে। পুড়ে মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুলিশকেও খবর দেয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

তবে ঠিক কেন, কী ভাবে চলন্ত বাসে আগুন ধরল, তা এখনও বোঝা যায়নি। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ওই বাসের এক মহিলা যাত্রী ‘ইন্ডিয়া টুডে টিভি’ কে জানিয়েছেন যে, বাসে আগুন ধরে যাওয়ার পর নিজের প্রাণ বাঁচাতে তিনি লাফ দেন। এক জন বাইক আরোহী বাসে আগুন ধরেছে দেখে প্রথম চালককে সতর্ক করার জন্য এগিয়ে যান। কিন্তু তত ক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। মহিলা জানিয়েছেন তিনি পঞ্জাবের বাসিন্দা তীর্থযাত্রা থেকে বাড়ি ফিরছিলেন। বাসে তাঁর আরও অনেক আত্মীয় ছিলেন।

ওই যাত্রীর কথায়, ‘আমি বাসের নীচ থেকে একটি শব্দ শুনতে পেলাম। আমি ভেবেছিলাম গাড়িটি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে ও রকম আওয়াজ হচ্ছে। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি আগুন লেগেছে। এক জন বাইক আরোহী তখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই প্রাণ বাঁচাতে লাফ দিয়ে দিয়েছিলাম।’

Leave A Reply

Your email address will not be published.