India Book of World Records :৭ বছর মেয়ে প্রকৃতি বৈরাগী গড়েছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

0 131

চোখের পলকেই চিনতে পারে ১৯৫টি দেশের পতাকা । নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও।
বয়স মাত্র ৭ বছর, তবে তার প্রতিভা তাক লাগিয়ে দিল সকলকে। চোখের পলকেই একের পর এক পতাকা চিহ্নিত করছে শান্তিপুরের প্রকৃতি বৈরাগী। খেলার বয়সে সে নাম তুললো ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শান্তিপুরের ৭ বছরের প্রকৃতিকে নিয়ে এখন বাঁধভাঙা উচ্ছাস এলাকাবাসীর।

পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রকৃতি। মা-বাবা দুজনেই ডাক্তার। মা-বাবার সঠিক প্রশিক্ষনে মেয়ে আজ মাত্র ৭ বছর বয়সেই গড়লো রেকর্ড। নিখুত তার বলার ভঙ্গি, এক বারো ভুল না করে মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়েছে সে। তাই আজ সকলেই গর্বিত এই ছোট্ট প্রকৃতিকে নিয়ে।
শুধু বাড়িতেই নয়, স্কুলেও তার প্রসংশা করা হচ্ছে। এবং গর্বিত তাঁর স্কুলের শিক্ষকরা। বন্ধুমহলেও প্রকৃতির সমান সমাদর।

বিষ্ময় বললেও,হয়তো কম হবে। রেকর্ড গড়ার পাশাপাশি ছোট্ট প্রকৃতি গান গাইতে ও ছবি আঁকতেও পছন্দ করে। তাঁর এই সফলতার পিছনে সমান ভাবে হাত আছে বাবা মায়ের । ডাক্তার দম্পতির সঠিক প্রশিক্ষণই আজ সফলতার উচ্চ শিখরে পৌছে দিয়েছে প্রকৃতিকে।

Leave A Reply

Your email address will not be published.