নিউজ ডেস্ক, ১৪ নভেম্বর : বাড়িতে চুরি। সামনের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে টাকা। নিখোঁজ পরিবারের ছয় বছরের বালিকাও। অবশেষে, কুঁয়ো থেকে মিলল তার দেহ। দুর্গাপুরের কোন্দা গ্রামে এই ঘটনায় রহস্যের ডানা বেঁধেছে।
দুর্গাপুরের কোন্দা গ্রামের বাসিন্দা বাপি পেশায় পোস্ট অফিসের এজেন্ট। সোমবার রাতে কালী প্রতিমার বিসর্জন দেখতে তিনি বালিজুরি গ্রামে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী, ৬ বছরের মেয়ে বর্ষা ও বৃদ্ধ মা-বাবা। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চুরির খবর পান। খবর মেলে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েকেও। শেষ পর্যন্ত বাড়ির কুয়োয় খোঁজ মিলল মেয়ের নিথর দেহ।
দমকলে খবর দিলে কুয়োর জল ছেঁচে উদ্ধার করা হয় শিশুটির মৃতদেহ। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় বিধায়ক।
কীভাবে শিশুকন্যার মৃত্যু হল, খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। শিশুকন্যা বর্ষার খুনিদের ধরতে কুকুর এনে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার সূত্র পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও পারিবারিক শত্রুতা বা অন্য কোনও ঘটনা আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।।