৭ই জুন থেকে তিনদিন বন্ধ শিয়ালদহ স্টেশন, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা

0 27

ফের ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম। শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। আজ মধ্যরাত থেকে ৯ জুন বেলা ২ টো পর্যন্ত সম্পূর্ন বন্ধ থাকবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। তবে শিয়ালদহ স্টেশনে ২১ টির মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম চালু থাকবে। স্টেশনের ১৬ টি প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবা দেবে।

এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও যেকটি ট্রেন চলবে সব ১২ কামরা ট্রেন চলবে। জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে। অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল। প্রায় ৩০০ লোকাল ৯ কামরার ট্রেন থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হবে। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত এক হাজার যাত্রী বহন করবে রেল। আজ মধ্যরাত থেকে ৯ জুন ৪ টি দূরপাল্লার ট্রেন শিয়ালদহ স্টেশনের পরিবর্তে একই সময়ে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। সেই ট্রেনগুলি হল শিয়ালদহ – আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ- বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ- আসানসোল এক্সপ্রেস। বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। রাজ্যকে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার আর্জি রেলের। মেট্রো কেও একই আর্জি পূর্ব রেলের।

বুধবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম দীপক কুমার নিগম জানিয়েছেন, এবার সব ১২ কামরার ট্রেন চলবে। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে ওই পাঁচটি প্ল্যাটফর্মে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ স্টেশনে ২১টি প্লাটফর্মের মধ্যে ১ থেকে ৫ নম্বর, এই পাঁচটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।

Leave A Reply

Your email address will not be published.