জম্মু-কাশ্মীর, ১২ এপ্রিল: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরনোরের আগেই খতম জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার-সহ ৩ জেহাদি। কিন্তু গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। যার মধ্যে রয়েছে জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহও। গত এক বছর ধরে চেনাব ভ্যালিতে সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছিল।
আখনুর সেক্টরের কেরি বট্টল এলাকায় গতকাল রাতে ব্যাপক গুলির লড়াই চলে। সেখানেই গুরুতর আহত হন ভারতীয় সেনার জুনিয়র কমিসন্ড অফিসার (জেসিও) কুলদীপ চাঁদ। আজ সকালে তিনি শহিদ হয়েছেন। বিবৃতি দিয়ে সেনা তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছে।
পাশাপাশি জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে M4 রাইফেল-সহ গোলাবারুদ।
Comments are closed.