২ মহিলাকে জীবন্ত পুতে ফেলার চেষ্টা! ‘দেহের অর্ধেক অংশ পুঁতে দেওয়া হয়’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে তোলপাড়। মধ্যপ্রদেশে রেওয়াতে হাড়হিম করা ঘটনা। অভিযোগ ব্যক্তিগত জমিতে সরকারি রাস্তার প্রতিবাদ করেন ওই ২ মহিলা । প্রতিবাদ করায় ২ মহিলার উপর নির্যাতন স্থানীয় মাতব্বরদের। বিজেপি শাসিত রাজ্যের ঘটনায় তোপ কংগ্রেসের। ভাইরাল ভিডিও দেখে ইতিমধ্যেই গ্রেফতার ১ ।
জমি নিয়ে বিবাদের জেরে দুই মহিলাকে ডাম্পার দিয়ে মাটি ফেলে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা (Madhya Pradesh)। নারকীয় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। বিজেপির শাসনে রাজ্যের মহিলাদের ওপর এভাবেই দুষ্কৃতীরা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিনাউতা এলাকার একটি জমিতে রাস্তা তৈরির কাজ চলছিল। কিন্তু, ওই জমিটা লিজে নিয়েছেন বলে দাবি জানিয়ে মমতা ও আশা পাণ্ডে নামে দুই মহিলা রাস্তা তৈরির প্রতিবাদ করেন। সেই সময় স্থানীয় একজন প্রভাবশালী লোকের নির্দেশে ঘটনাস্থলে থাকা ডাম্পারের চালক ডাম্পারে করে নিয়ে আসা রাবিশ ওই মহিলাদের ওপর ফেলে তাঁদের জ্যান্ত পুঁতে ফেলার চেষ্টা করে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ডাম্পার থেকে ফেলা রাবিশের মধ্যে প্রায় গলা পর্যন্ত চাপা পড়ে গেছিলেন ওই দুই মহিলা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন দৌড়ে এসে তাঁদের প্রাণ বাঁচান। সঙ্গে সঙ্গে একজন অজ্ঞানও হয়ে যান। তবে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থা আপাতত স্থিতিশীল।
পুলিশ সূত্রে খবর, একটি রাস্তার নির্মাণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ওই মহিলাদের দাবি, যে জমিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেটি তাদের নামে আছে এবং তারা সেই জমি লিজে দিয়েছেন। কিন্তু এখন তাদের কিছু না জানিয়েই বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা হয়।