মণিপুরে ফের জঙ্গিদের ভয়ঙ্কর হামলা। বিষ্ণুপুর জেলায় CRPF ক্যাম্পে জঙ্গিদের হামলায় শহিদ দুই জওয়ান। হামলার নেপথ্যে কুকি জঙ্গিদের জড়িত থাকার সন্দেহ মণিপুর পুলিশের।
মণিপুরে জঙ্গিদের ভয়ঙ্কর হামলা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায়। CRPF-এর ১২৮ নং ব্যাটালিয়ানের শিবির লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। জানা গেছে, পাহাড়ের উপর থেকে গুলি ছুঁড়ে জঙ্গিরা। সঙ্গে ঘটায় শক্তিশালী বিস্ফোরণও। জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার আগেই জখম হন বহু CRPF জওয়ান। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই জওয়ান। শহিদ দুই জওয়ানের মধ্যে একজন অসমের, অন্যজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। শহিদ দুই জওয়ান হলেন, অসমের কোকরাঝার জেলার ভোমরাবিল গ্রামের নাসির উদ্দিন সরকার ও পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঞ্চলের বাসিন্দা অরূপ সাইনি। হামলায় জখম দুই CRPF জওয়ানও অসমের বাসিন্দা। আহত দুই জওয়ান। বরপেটা জেলার যাদব দাস ও নলবাড়ি জেলার মহম্মদ আফতাব।
এদিকে, শনিবার সকালে নাসিরের মৃত্যুর আসতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকেরা। ভোমরাবিল গ্রামে নেমে আসে শোকের ছায়া। জঙ্গি হামলা নিয়ে মণিপুর সরকারের নিরাপত্তা বিশেষজ্ঞ কূলদীপ সিং সাংবাদিকদের জানান, যে বা যারা এই ঘটনায় জড়িত তাঁদের যোগ্য জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, মণিপুরে দীর্ঘমাস ধরে হিংসাত্মক ঘটনা ঘটলেও কখনও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেনি। বিগত কিছুদিন ধরে জঙ্গিরা সরকারি পরিকাঠামোর উপর হামলা চালাচ্ছিল। এবার জঙ্গিদের হামলার শিকার হল CRPF. এই ঘটনার পর বিষ্ণুপুর জেলায় শুরু হয়েছে জঙ্গি বিরোধী অভিযান। তবে এ পর্যন্ত সফলতা পায়নি নিরাপত্তাবাহিনী। মণিপুর পুলিশের সন্দেহ হামলার পেছনে কুকি জঙ্গিরা জড়িত থাকতে পারে।