ভাঙড়ে অশান্তি, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ১৭

13

ভাঙড়, ১৬ এপ্রিল: গত ১৪ তারিখ ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে ওয়াকফ আইন বিলের প্রতিবাদে কলকাতা প্রতিবাদ সভা যাওয়ার পথে ভাঙড়ে বাসন্তী হাইওয়ের ওপর পুলিশ ও আইএসএফ কর্মী সমর্থকদের সাথে খণ্ড যুদ্ধ বাধে। এরপর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। উত্তর কাশিপুর থানার শোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশকে মারধর ও পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এই ঘটনায় উত্তর কাশিপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমে গতকাল এবং আজ মিলিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে আরও ৪ জন এবং হাতিশালা থানা এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। গতকাল রাতে যাদের গ্রেফতার করা হয়েছে, সেই ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে, সেই ফুটেজের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে মনে করা হচ্ছে।

পুলিশ এই ঘটনায় দুটি পৃথক মামলা রুজু করে। এবং এই দুটি মামলায় ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সভায় মুখ্যমন্ত্রী এই ওয়াকফ আইনের আন্দোলন প্রসঙ্গে বাংলাকে শান্ত রেখে দিল্লির দরবারে গিয়ে আন্দোলনের বার্তা দিয়েছেন। পাশাপাশি বিজেপি, কেন্দ্রীয় সরকার ও বিএসএফকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর কথাও বলেছেন তিনি।

Comments are closed.