১৪৩২ কে স্বাগত ১৪৩২ ডুব দিয়েই, বাঁকুড়ায় যেন অসাধ্য সাধন!

14

মানস রায়ের কলমে

বাঁকুড়া, ১৫ এপ্রিল: কেউ দেন ১টি, কেউ বা ১০,কেউ বা ৫০! কিন্তু শুনেছেন কী ১৪৩২টি ডুব দেওয়ার ঘটনা? কিন্তু বাঁকুড়ায় ঘটল এমন এক ঘটনা যা দেখলে আপনি চমকে উঠবেন। বাঁকুড়ার অন্তর্গত বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত বাংলার ১৪৩২ সালকে স্বাগত জানালেন ১৪৩২টি ডুব দিয়ে। ইংরেজি হোক বা বাংলা প্রত্যেক নববর্ষ কে স্বাগত জানাতে সালের সংখ্যা অনুযায়ী ডুব দিয়ে থাকেন সদানন্দ। তার লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম তোলা। আর সেই লক্ষ্যেই অবিচল থেকে তার এই কর্মসূচী, প্রত্যেক ইংরেজি নববর্ষে নতুন সালকে স্বাগত জানাতে মল্লরাজ এলাকার লালবাঁধে এবং বাংলা নববর্ষ কে স্বাগত জানাতে যমুনাবাদে ডুব দেন।

সদানন্দ বাবুর এই প্রয়াস দেখতে স্থানীয় মানুষজনরা ভিড় জমায় যমুনাবাঁধের পাড়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত থাকেন। ১৪৩২টি ডুব দিয়ে বাঁধের জল থেকে ওঠা মাত্রই করতালির মাধ্যমে, পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় মানুষজন ও স্থানীয় কাউন্সিলর হীরালাল দত্ত।

উপস্থিত স্থানীয় কাউন্সিলর এর বক্তব্য তাদের ইচ্ছে সদানন্দ বাবুর যে বিশেষ লক্ষ্য রয়েছে তা যেন পূরণ হয়। তবে তার মতে মফস্বল এলাকা বলে হয়তো সদানন্দের তার লক্ষ্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান সদানন্দ বাবুর পাশে তিনি সহ স্থানীয় মানুষরা আগামী দিনেও রয়েছেন।

Comments are closed.