ধুলোর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বাইতে মৃত ১৪ আহত ৭৪, প্রশাসনের গাফিলতি নিয়ে সমাজমাধ্যমে সরব অভিনেতা

0 15

দমকা ধুলোর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪ আহত অন্তত ৭৪। চলছে বিপর্যয় মোকাবিলার কাজ। হঠাৎ আকাশ কালো করে ধুলোর ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি! মাথা বাঁচাতে মুম্বাইয়ের ঘাটকোপরে যে যেখানে একটু জায়গা পেয়েছিল সেখানেই ঠাই নিয়েছিল। মাথার উপরে বিলবোর্ড। কে জানত এটাই কাল হবে, মাথা বাঁচাতে গিয়ে সারা জীবনের মতো মাথাটাই হারিয়ে যাবে।


সোমবার বিকেল তখন প্রায় সাড়ে ৪টে। হঠাৎই আকাশ কালো দমকা ঝড় ওঠে মুম্বইয়ে। সঙ্গে শুরু হয় ধুলোর ঝড়, মুষলধারে বৃষ্টিও। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিজ্ঞাপনের বিশালাকার ধাতব বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। সমাজমাধ্যমে ভাইরাল ঘটনার ভিডিয়োয় দেখা যায় বিলবোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রল পাম্পের উপর। তারপরেই দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে পেট্রল পাম্পের ছাদ। বৃষ্টির কারণে পেট্রল পাম্পের তলায় আশ্রয় নিয়েছিলে কিছু গাড়ি। সাধারণ মানুষ। সেই ছাদের তলায় চাপা পড়ে তারা। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।


বিলবোর্ডের তলায় কেউ চাপা পড়ে আছে কি না তার সন্ধান করছে বিপর্য্য় মোকাবিলা দল। এই ঘটনার মৃত্যু ঘটেছে ১৪ জনের এবং ৭৪ আহত। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারকে ৫লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এবং মায়ানগরীতে বিলবোর্ড লাগানোর সময় সব নিয়ম মানা হচ্ছে কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় নিজের এক্স মাধ্যমে সরব হয়েছেন অনেকেই। সাংবাদিক শিব আরোরা ঘটনার একটি ভিডিয়ো নিজের এক্স মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘গতকাল মুম্বাইয়ের ধুলো ঝড়ে এই বিশাল হোর্ডিং ধসে ১৪ জন নিহত, ৭৪ জন আহত হয়েছে। ১৭,০০০ বর্গফুট হোর্ডিং গত বছর লিমকা বুক অফ রেকর্ডসে তালিকাভুক্ত হয়েছিল। বিএমসি বলছে, এটা বেআইনি, অননুমোদিত।’

সেই পোস্টটি নিজের এক্স মাধ্যমে শেয়ার করে বলি অভিনেতা তথা নাট্য নির্দেশক রণবীর শোরে লিখেছেন, ‘বছরের পর বছর নাগরিক সংস্থাগুলির নির্লজ্জ অবহেলা এবং দুর্নীতির জন্য কত মানুষ #মুম্বাইতে প্রাণ হারিয়েছে তবু কারো জেল হয়না। #লজ্জা #ভারতবানানাহ্যায়

Leave A Reply

Your email address will not be published.