১০টি আইন কার্যকর হয়ে গেল তামিলনাড়ুতে, রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়া দেশে প্রথম

11

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা ১০টি বিল আইনে পরিণত হল তামিলনাড়ুতে। বিলগুলিতে তামিলনাড়ু বিধানসভা ছাড়পত্র দিয়েছিল। কিন্তু ২০২০ সাল থেকে রাজ্যের রাজ্যপাল আরএন রবি তাতে সম্মতি দেননি। ফলে বিলগুলি আইনে পরিণত করা যায়নি। সুপ্রিম কোর্টের রায়ের পরে সে রকমই ১০টি বিল আইনে পরিণত হল, রাজ্যপাল বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর ছাড়াই। ভারতের ইতিহাসে এমনটা ঘটল প্রথম বার।

তামিলনাড়ুতে চলতে থাকা রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যে নজিরবিহীন ঘটনা।

কোনও বিলকে আইনে পরিণত করার জন্য বিধানসভা কিংবা লোকসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের অনুমোদন তথা স্বাক্ষরের প্রয়োজন হয়। ব্যতিক্রমী ভাবে সেই স্বাক্ষর ছাড়াই তামিলনাড়ু সরকারের ১০টি বিল আইনি পরিণত হল শনিবার।

রাজ্যপালের কর্মকান্ডকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ বলে তোপ দাগে শীর্ষ আদালত। শুধু তাই নয়, কড়া সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজভবনে এভাবে বিল আটকে রাখতে পারবেন না রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্য-রাজ্যপাল সংঘাতের মামলা উঠেছিল বিচারপতি এসবি পর্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে।

অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর ১০টি বিল সাক্ষর না করে আটকে রাখেন রাজ্যপাল। এই তালিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিলও। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। তাতেই রাজ্যের পক্ষে রায় দিয়েছে আদালত।

Comments are closed.