LokSabha Election 2024: লোকসভার ভোটের পরেই উপনির্বাচন রাজ্যের ১০ আসনে! কোথায় কোথায়

0 29

এই বারে লোকসভা ভোটে দুই ফুলের হয়ে অনেক বিধায়ককে প্রার্থী করেছিল দল। তাঁদের মধ্যে কেউ জিতেছেন আবার কেউ হেরেছেন। কিন্তু লোকসভা ভোটে প্রার্থী হয়ে জয়ের পরে এখন যারা সাংসদ হয়েছেন তাঁদের পদত্যাগ করতে হবে বিধায়কের পদ থেকে। ফলে সেই সব ফাঁকা আসনে আবার উপনির্বাচন নিশ্চিত। অঙ্ক কষলে দেখা যাচ্ছে তালিকাটি নেহাত কম নয়। সব মিলিয়ে রাজ্যে মোট ১০ আসনে উপনির্বাচন নিশ্চিত। কোন কোন আসনে হবে উপনির্বাচন, দেখে নিন এক নজরে।   

লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপি বাংলার অনেকগুলি কেন্দ্রেই দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল। তাঁদের অনেকে লোকসভা ভোটে জিতেছেন, অনেকে হেরেওছেন। সেই তালিকা মেলালে দেখা যাচ্ছে রাজ্যের ১০টি বিধানসভায় উপনির্বাচন অবশ্যম্ভাবী। তার মধ্যে যেমন রয়েছে লোকসভায় জয়ীদের বিধানসভা, তেমনই রয়েছে লোকসভায় পরাজিত হওয়া বিধায়কদের বিধানসভাও।

প্রথমেই আসে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়ার কথা। এই বারে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহারের সাংসদ হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ। কিন্তু তিনি আবার সিতাইয়ের বিধায়ক ছিলেন। সেই পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। তাই সিতাই বিধানসভায় উপনির্বাচন হবে।

ব্যারাকপুরে বাহুবলী নেতা তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে পরাজিত করে সাংসদ হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। কিন্তু সাংসদ হওয়ায় তাঁকে নৈহাটি বিধানসভার বিধায়কের পদ থেকে পদত্যাগ করতে হবে। তাই এখন সেই কেন্দ্র বিধায়ক শূন্য।     

আলিপুরদুয়ার লোকসভার মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গা। বিজেপির টিকিটে ভোটে জিতে তিনিই এখন আলিপুরদুয়ারের সাংসদ। কিন্তু শপথ নেওয়ার আগে তাঁকেও ছাড়তে হবে বিধায়কের তকমা।   

মেদিনীপুর লোকসভায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে দেওয়া আসনে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক। অগ্নিমিত্রার বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। লোকসভার লড়াই ২০২৪ জয়ী হয়েছেন জুন। তাই তাঁকে সাংসদ পদে শপথ নেওয়ার আগে মেদিনীপুরের বিধায়কের পদ ছাড়তে হবে। সেখানেও উপনির্বাচন হবে।

বাঁকুড়া লোকসভার তালড্যাংড়া বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী এই বারে জয়ী হয়েছেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী হিসাবে। সুতরাং তালড্যাংরা বিধানসভাতেও হতে চলেছে উপনির্বাচন।

উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি নুরুল ইসলাম জিতেছেন বহুল চর্চিত বসিরহাট লোকসভা কেন্দ্রে। তাই হাড়োয়াতেও ৬ মাসের মধ্যে উপনির্বাচন হবে।     

আবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটের আগেই পদত্যাগ করে পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগ দেন। তাঁরা হলেন রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যদিও এঁরা তিনজনেই এই ভোটে যথাক্রমে রানাঘাট, বনগাঁ এবং রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু জয় পাননি কেউ। তবে উপনির্বাচনে জিতলে আবার নিজেদের পুরনো কেন্দ্রে বিধায়ক হতে পারবেন এঁরা।   

আবার এর সঙ্গেই রয়েছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র। কারণ ২০২১ সালে জয়ের পরে মৃত্যু হয় বিধায়ক তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পান্ডের। কিন্তু ভোটে কারচুপির অভিযোগ তুলে বিজেপির কল্যাণ চৌবে আদালতে মামলা করায় এতদিন উপনির্বাচন হয়নি এই আসনে। এখন আর সেই জটিলতা নেই, আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। সুতরাং এখন আর ঐ কেন্দ্রে উপনির্বাচনে কোনও বাঁধা নেই।

Leave A Reply

Your email address will not be published.