এসএসসি নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও এক হাত নিলেন তমলুকের বিজেপি প্রার্থী। এই দিন শাসক দল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত প্রসঙ্গেও নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি বলেন যারা দুর্নীতিগ্রস্থভাবে চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতেই হবে।
তবে সেই সঙ্গে ঝাঁঝালো আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। তাঁর দাবি এই অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছ থেকেই আদায় করা উচিত।
তিনি বলেন, ‘মমতা ব্যানার্জির কল্যাণে সমগ্র দুর্নীতিগ্রস্থ একটি ব্যবস্থার শরিক হিসাবে যারা টাকা পেয়েছিলেন তাঁদের টাকা ফেরত দিতে হবে। যাদের টাকা ফেরত দিতে হবে তাঁরা মমতা ব্যানার্জি এবং তাঁর ভাইপো ব্যানার্জির কোমড়ে দড়ি বেঁধে তাদেরকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে টাকা আদায় করুন। এই টাকা ফেরত দেওয়ার দায় মমতা ব্যানার্জির, তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে এই টাকা ফেরত দেওয়া উচিত।’
তাঁর সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন,’মঞ্চে উঠে ভারত নট্টম নাচছেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত।’