গুয়াহাটিতে নির্মাণ হতে চলেছে ‘ইউনিটি মল’

0 36

নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : গুয়াহাটিতে নির্মাণ হতে চলেছে ‘ইউনিটি মল’। জাতীয় সংহতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ ধারণাটি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই মল নির্মাণ করা হবে। অসম সরকার গুয়াহাটিতে ২০০ কোটি টাকা ব্যয়ে এই ‘ইউনিটি মল’ নির্মাণের কথা ভাবছে।

এর পাশাপাশি, রাজ্য সরকার এই বছরের শুরুতে চালু হওয়া ‘এক জেলা এক পণ্য’ ধারণাটি প্রচার করার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় গুয়াহাটির জনতা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মলটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি ঘোষণা করে অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, বেতকুচির আসাম ট্রেড প্রমোশন অর্গানাইজেশন কমপ্লেক্সের কাছে ইউনিটি মল টি নির্মাণ করা হবে এবং রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য ২২৬ কোটি টাকা অনুমোদন করেছে।

শপিং মলে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫ টি শোরুম এবং রাজ্যের ৩৫ টি জেলার জন্য ৩৫ টি শোরুম থাকবে।

Leave A Reply

Your email address will not be published.